ফারজানা আক্তার, কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারনে কিশোরগঞ্জের কুলিয়ারচরের দাড়িয়াকান্দি বেইলী ব্রীজের কাজ অনির্দিষ্ট সময় ধরে চলছে।
২৫ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায় বিগত ৩ বছর ধরে চলমান কাজের নেই কোন গুরুত্ব। মনগড়া কাজ করে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে একাধিকবার বিকল্প রাস্তাটি ভেঙ্গে দুর্ঘটনা ঘটেছে।বর্তমানে প্রতিনিয়তই বিকল্প রাস্তার ভাঙ্গনে গাড়ির চাকা আটকে যাওয়া,দূর্ঘটনায় জনসাধারন আহত হওয়ার মত ঘটনা ঘটেই চলছে।১৯ আগস্ট ব্রীজের ভাঙ্গনে অটোরিক্সার চাকা আটকে দূর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের একজন সাবেক প্রধান শিক্ষক সহ ২ জন যাত্রী আহত হন।
একই সাথে কুলিয়াচর বাজার ডাকবাংলা মোড় থেকে পূর্ব গাইলকাটার বেয়ে থানা মোড় পর্যন্ত রাস্তাটি বিগত ২১ মাস আগে করা হলেও কিছু দিন পর থেকেই রাস্তার ভাঙ্গন শুরু হয়ে বর্তমানে রাস্তার বিভিন্ন অংশে ৪/৫ ফিট পরিমান ক্ষয় হয়ে একেকটা জায়গা ছোট খাট পুকুরের ন্যায় হয়ে গেছে।এতে স্কুল কলেজ গামী শিক্ষার্থী সহ এলাকার জনসাধারন দূর্ভোগ জীবন অতিবাহিত করছেন।
উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া বলেন,নভেম্বর পর্যন্ত বেইলী ব্রীজের কাজের সময় নির্ধারন করা আছে।নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রেসার দিয়ে যাচ্ছি।আর গাইলকাটার রাস্তাটি আমাদের আইডি ভুক্ত আছে।যেহেতু পৌরসভা এখন রাস্তাটি করার সুযোগ নাই জনস্বার্থে এলজিইডি থেকে রাস্তাটি করার ব্যবস্থা করা হচ্ছে।শিঘ্রই এটা হয়ে যাবে।
পৌর ময়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন বলেন রাস্তাটি করার প্রায় ১৫ দিন পর থেকেই ভাঙ্গন শুরু হয়। ৩ বছর অতিবাহিত না হলে পৌরসভা থেকে করার সুযোগ নাই।এলজিইডির আইডি ভূক্ত আছে তাই এলজিইডি থেকে রাস্তাটি করার জন্য বলা হয়েছে।