ফারজানা আক্তার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ২৭ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকার সময় কিশোরগঞ্জের কুলিয়ারচর ছয়সূতী কাঠালতলা এলাকার কিশোরগঞ্জ-ঢাকা হাইওয়ে রোডে মরিচখালী পরিবহন ও বিভাটেক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও একজন আহত হয়।আহত ব্যক্তিকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে প্রেরন করা হয়।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে ১জন মোট ৩ জন মারা গেছে।এবং ১ জন আহত হয়েছে। হাইওয়ে থানা পুলিশ লাশ নিয়ে গেছে।এলাকার যান চলাচল এখন স্বাভাবিক।