কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন পরিষদ আয়োজিত নানশ্রী মুদির বাজারে সোমবার বিকেলে মাদক, জুয়া ও সরকারি শুল্ক ফাঁকি দেওয়া নকল ব্র্যান্ড রোল যুক্ত বিড়ি সিগারেট প্রতিরোধে একমত বিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷ উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখার জামান | বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী ৷ উক্ত সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে , বলেন মাদক, জুয়া ও ইভটিজিং একটি সামাজিক সমস্যা ৷ এর প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে ‘ ৷ এ ব্যাপারে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সমাজের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান ” ৷ উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা মাদক বিরোধী সংগঠনের সভাপতি ইবনে আব্দুল্লাহ শাহজাহান ৷