মাসুদুল ইসলাম সবুজ ঃ- মানুষের ধর্মীয় বিষয়কে পুঁজি করে জমজমট ব্যবসা করছে একটি প্রতারক চক্র। কোন সময় নিজেকে
মুফতি, মাওলানা, বড় হুজুর দাবী করে এই প্রতারক চক্রটি ছড়িয়ে আছে সারা দেশেই। ডাক্তার হাবিব নামে এক প্রতারকের সন্ধান মিলেছে কটিয়াদী জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়াতে। হাবীব হোসনে আরা এতিম খানা ও হেফজ খানা মাদ্রাসা নামক পারিবারিক
ঘরে প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠা হলেও ছিল না কোন এতিম ছাত্র। বর্তমানে কোন ছাত্র/ছাত্রী না থাকায় বেশ কিছুদিন ধরে বন্ধ ও খরখোটায় পরিপূর্ণ হয়েছে প্রতিষ্ঠানটি কিন্তু থামেনি ডাক্তার হাবীবের টাকার রশিদ দ্বারা চঁাদবাজি। এমনিই একটি সন্ধান পাওয়া গেছে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাজ বাজারে মানিক মিয়ার নিকট থেকে গত ১৯ সেপ্টেম্বর রশিদের মাধ্যমে ৫০০ টাকা হাতিয়ে নেয় এবং বাজারের বিভিন্ন লোকজনের নিকট থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছেন ডাঃ হাবিব। বিভিন্ন সূত্রে জানা যায়, কটিয়াদী উপজেলা সহ বিভিন্ন উপজেলা থেকেও এতিম
ছাত্র/ছাত্রীদের থাকা, খাওয়া ও লেখাপড়ার খরচের নাম করে টাকার রশিদ দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক। স্থানীয় বাসিন্দাদের ভাস্য মতে, ডাঃ হাবিব একজন তাবিজ ব্যবসায়ী।
তারা আরও বলেন, মাদ্রাসার কয়েজন ছাত্র ছাত্রী দীর্ঘদিন আগে ছিল। বর্তমানে এতিম খানায় তালাবদ্ধ ও খরখোটায়। মাদ্রাসাটি বর্তমানে বন্ধ রয়েছে। ডাঃ হাবিবুর রহমান বলেন, তার কোন মাদ্রাসা নেই। তিনি কিশোরগঞ্জ থাকার কথা স্বীকার করেন।