সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের উদ্যাগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (২২সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন – হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ আলম, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হোসেনপুর উপজেলা শাখার সভাপতি ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন, পুমদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কাইয়ুম, জিনারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম রুহিদ,গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদুর রহমান, এছাড়াও ১৫ টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ আলম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূর্জা। এই পূজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, পূজা চলাকালে আয়োজন ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় মাঠে থাকবে। এছাড়াও প্রতি মন্ডপে পূজা চলাকালে আনসার সদস্য এবং গুরুত্বপূর্ণ মন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, দূর্গাপূজা উদযাপনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা ও মন্দির ভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠনে সকলকে অনুরোধ জানান।
এবার হোসেনপুর উপজেলায় ১৫টি পূজা মন্ডবে শায়দীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।