মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিড়িয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ) ভোর রাতে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহি বাসে বিপুল পরিমাণ মাদক যাচ্ছে। এমন গোপন সংবাদে ভিত্তিতে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় ঢাকা-দিনাজপুরগামী যাত্রীবাহি বাসে তল্লাসি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র ঘোষ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর উত্তর তেবাবুনি গ্রামের মৃত বিজয় চন্দ্র ঘোষের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।