নিজস্ব প্রতিনিধি শাল্লা (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এলাকার সচেতন নাগরিক দের আয়োজনে এই মানববন্ধন করাহয়
মানববন্ধন এবাহাড়া গ্রামে বিশিষ্ট ব্যাক্তি রায়ধন দাসের সভাপতিত্বে ও নরেন্দ্র দাসের
সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভিকটিম এর বড় ভাই অসিম কুমার দাশ বলেন ৩ নং সদর ইউনিয়ন এর চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু তার সহযোগী অএ ইউনিয়ন এর ২ নং ওর্য়াড এর মেম্বার দেবব্রত তালুকদার মাতব্বর সহ মিলে আমার বোন কে ধর্ষন করেছে আমি তাদেরকে আইনের আওতায় এনে সর্ব্বোচ শাস্তি দাবি করছি। পরে বক্তব্য রাখেন ভিকটিম মামা জয়মঙ্গল দাস সাংবাদিক বকুল আহমেদ তালুকদার প্রদীপ মেম্বার প্রমোদ দাস শুশংকর দাস গিরিস দাস জীবন দাস রবীন্দ্র দাস কালা বাঁশি দাস প্রমুখ বক্তারা বলেন এই নরপিশাচ ধর্ষনকারী ইউনিয়ন এর চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও তার সহযোগী মেম্বার দেবব্রত তালুকদার মাতব্বর ওপ্রেমিক মলয় দাস সহ কুকর্মে জড়িত সহযোগী দের আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দাবি করছি। পরে মানববন্ধন
শেষে সবাই মিলে প্রধান প্রধান সড়কে শাস্তি দাবি তে বিক্ষোভ মিছিল বের করে মধ্য বাজার এসে মানববন্ধন এর সমাপ্তি ঘোষণা করা হয়