সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২১ অপরাহ্ন
সুন্দরগঞ্জ আওয়ামীলীগের আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
-
প্রকাশ কাল
রবিবার, ১৭ জুলাই, ২০২২
-
২২৪
বার পড়েছে


★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-
চোখ বেঁচে থাক চোখের আলোয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত।
সুন্দরগঞ্জ উপজেলায় দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং আনন্দ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ জুলাই) বিনামূল্যে চক্ষু শিবির কর্মসূচির সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।
চক্ষু শিবির উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ পার্টি অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মারুফ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। এছাড়া ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
দীপ আই কেয়ার ফাউন্ডেশনের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও রংপুরের একদল চিকিৎসক প্রায় দুই শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে এবং ব্যবস্থাপত্র ও পরামর্শ সহ চশমা চোখের ড্রাপ বিনামূল্যে প্রদান করেন।
শেয়ার করুন
অন্যান্য সংবাদসমূহ
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST