আগামী বুধবার(০১জুন)আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।দলের ২১-তম সন্মেলন এর মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠনের পর প্রথম বারের মত বৈঠকে বসতে যাচ্ছেন পরিষদের সদস্যরা।শুক্রবার(২৭মে)আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দৈনিক তোকদার নিউজ ডট কম-কে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন,০১জুন বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক বসবে।বিপ্লব বড়ুয়া জানান,আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬(ক)ধারা অনুযায়ী,সংগঠনের সভাপতি শেখ হাসিনা উপদেষ্টা পরিষদের শূন্য পদে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে মনোনীত করেছেন।এর আগে শামসুল আলম পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য(সিনিয়র সচিব)থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।উল্লেখ্য,আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ৫১জন হওয়ার বিধান থাকলেও বর্তমানে পরিকল্পনা প্রতিমন্ত্রী সহ মোট সদস্য সংখ্যা ৪২জন।