রংপুরের পীরগাছায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে সপ্তাহওে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
ইউএনও শেখ শামসুল আরেফীন এর সভাপতিত্বে এসময় আগত ভূমি মালিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মুছা নাসের চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ,মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারী সার্জন ডাঃমোহাম্মদ আলী,পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু,এম খোরশেদ আলম ও তোকদার নিউজ এর লিমন তোকদার,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শামছুজ্জামান প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মুছা নাসের চৌধুরী বলেন,১৯-২৩ মে ভূমি সেবা সপ্তাহের উপজেলার ভূমি মালিকরা দ্রুত সেবা নিতে পারবেন। এছাড়াও ভূমি অফিসে না এসে অনলাইনে ভূমি সেবা নিতে সাধারন মানুষকে অনুরোধ জানান।