* বার্তাসম্পাদক:মোঃরফিকুল ইসলাম লাভলু।
রংপুরের পীরগাছায় স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।শুক্রবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জন খাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ।নিহত যুবকের নাম আপেল মিয়া(২২)।তিনি ওই গ্রামের আবুল বাশারের ছেলে।নিহতের পরিবার সুত্রে জানা গেছে,আপেল মিয়া গত ৮মাস আগে পার্শ্ববর্তী রংপুর শহরের হনুমান তলা গ্রামের সুমাইয়া আক্তার নামে এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর তার স্ত্রী কিছুদিন সংসার করলেও গত ৪ মাস আগে বাবার বাড়িতে চলে যান।এ নিয়ে দুই পরিবারের মনোমালিন্য চলছিল।শুক্রবার এ নিয়ে শালিস বৈঠকের কথা ছিল।বৃহস্পতিবার রাতে খাবারের পর নিজ ঘরে শুয়ে পড়েন আপেল মিয়া।শুক্রবার সকালে ডাকলেও সে সাড়া না দিলে ঘরের দরজা ভেঙ্গে তাকে গলায় ওড়না পেচানো অবস্থায় মরদেহ উদ্ধার কওে পরিবোরের লোকজন।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরেস চন্দ্র বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।