গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সাংবাদিক শহীদুল ইসলাম শাহীন ও নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহারিয়ার ইসলাম রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা।
গত বৃহস্পতি বার রাতে হামলায় গুরুতর আহত দুই ভাইকে ভর্তি করানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক)।এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসীদের চিহ্নিত এবং আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে।আহত সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন দৈনিক আজকালের খবর পত্রিকার সাদুল্যাপুর উপজেলা প্রতিনিধি ও শাহারিয়ার ইসলাম রাসেল এবারের ইউনিয়ন পরিষদ(ইউপি)নির্বাচনে নলডাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে হেরে যান।তারা ওই ইউনিয়নের উত্তর প্রতাপ গ্রামের মৃতঃএবং সাবেক নলডাঙ্গা ইউপির চেয়ারম্যান আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, নিজেদের কাজকর্ম সেরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুই ভাই একই সঙ্গে নলডাঙ্গা রেলষ্টেশন এলাকা থেকে পায়ে হেঁটে বাড়ীতে ফিরছিলেন।সামান্য কিছুদূর যাওয়ার পরই পথিমধ্যে সন্ত্রাসীরা তাদের উপর অর্তকিত হামলা চালায়।সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সাংবাদিক শহীদুল ইসলাম শাহীন ও যুবলীগ নেতা শাহারিয়ার ইসলাম রাসেল শরীরের একাধিক স্থান থেকে রক্ত ঝড়তে থাকে।এসময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে(রমেক)নিয়ে গিয়ে ভর্তি করান। তবে আশপাশের লোকজন ছুটে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সাদুল্যাপুর থানার পুুলিশ পরিদর্শক(তদন্ত)মশিউর রহমান জানান,সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।সন্ত্রাসীদের চিহ্নিত করে আটকের জন্য পুলিশের টিম মাঠে কাজ করছে।এনিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।