দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে রংপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় অভিজাত শীতল কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এতে রংপুর অঞ্চলের ডিলার,রিটেইলার,প্রকৌশলীসহ ৬০০অতিথি অংশ নেন।ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিং শুক হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের জেনারেল ম্যানেজার(সেলস)আব্দুল লতিফ,বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার(সেলস)মো:পলাশ আক্তার,সিমেন্ট সেক্টর,বসুন্ধরা গ্রুপের এ জি এম(ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন)মো:সাইফুল ইসলাম রুবেল,বীর সিমেন্টের এ জি এম(ওয়েস্ট জোন)মো:আশিক আহমেদ,কিং ব্র্যান্ড সিমেন্টের উইং ইনচার্জ(নর্থ উইং)মো:জিল্লুর রহমান,বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস ইনচার্জ মো:শাহীনুর আলম,বীর সিমেন্টের ডিভিশনাল সেলস ইনচার্জ মো:মনিরুজ্জামান মনির,কিং ব্র্যান্ড সিমেন্ট এর রংপুর এরিয়ার ডেপুটি ম্যানেজার মো:শরিফুল ইসলাম।এছাড়া বসুন্ধরা সিমেন্ট সেক্টরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো:আবদুল আলীম মাহমুদ।
দৈনিক তোকদার নিউজ ডট কম।