২০০৭সাল থেকে ২০১৬পর্যন্ত টানা ৬টি টি-২০বিশ্বকাপে খেলেছেন সাকিব।২৫ম্যাচে তার রান ৫৬৭।সর্বোচ্চ ৮৪এবং হাফসেঞ্চুরি ৩টি। তবে উইকেট সংখ্যা ৩০টি।ওভার প্রতি রান দিয়েছেন ৬.৬৪। প্রতিটি উইকেট নিতে রান দিয়েছেন ১৭.৬।এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৩৮ম্যাচে ৩৯উইকেট নিয়ে সবার ওপরে পাকিস্তানের শহীদ আফ্রিদি।
২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ।কিন্তু অলরাউন্ডিং পারফরম্যান্সে বিশ্বকাপকে নিজের করে নিয়েছিলেন সাকিব আল হাসান।ব্যাটিংয়ে ৮ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫হাফসেঞ্চুরিতে ৬০৬রান এবং ১১উইকেট নিয়েছিলেন আসরে।বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড়`ব্রান্ড অ্যাম্বাসেডর’ সাকিব আসন্ন টি-২০বিশ্বকাপটিও নিজের করে নিতে পারেন,রাঙাতে পারেন ব্যাট-বল হাতে।