বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
-
প্রকাশ কাল
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
-
৩১০
বার পড়েছে
অনলাইনডেস্ক:নিউজপোর্টালতোকদারনিউজ.কম,এরনিউজইডিটরও প্রতিষ্ঠাতা:মোঃমোশারফ হোসেন তোকদার লিমন,রংপুর বিভাগঃ-
মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকার।
আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের(মাউশি)মহাপরিচালক সৈয়দ মোঃগোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।এ বিষয়ে যেসব নিম্নে বর্ণিত নির্দেশনা মানতে হবে।
১★বাংলা,ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে।
২★পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০নম্বরের।
৩★প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে ১ঘণ্টা ৩০মিনিট।৪★সিলেবাসঃযে সব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট(বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত)দেওয়া হয়েছে সে সব অধ্যায় এবং ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে যে সব অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে তা ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিলেবাস।
৫★বার্ষিক/নির্বাচনী পরীক্ষার নম্বর বিন্যাস।
ক★বাংলা(প্রথম ও দ্বিতীয় পত্র)বিষয়ের নম্বর হবে-৫০(লিখিত ৩৫+এমসিকিউ ১৫)।
খ★ইংরেজি(প্রথম ও দ্বিতীয় পত্র)বিষয়ের নম্বর হবে-৫০(প্রথম পত্র ৩০+দ্বিতীয় পত্র ২০)।
গ★সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে-৫০(লিখিত ৩৫+এমসিকিউ ১৫)।
ঘ★প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সব বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০নম্বর যোগ করতে হবে।
ঙ★বার্ষিক পরীক্ষায় সপ্তম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যোগ করে এই ১০নাম্বর যোগ করতে হবে।
অর্থাৎ মোট ১০০নম্বরের(৫০+৪০+১০)ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়ন করে বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ প্রতিবেদন দিতে হবে। ৬.২০২১শিক্ষাবর্ষে এ পরীক্ষা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।৭. অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
বিডি//নিজস্বপ্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কমএর প্রকাশিত,প্রচারিত,কোনো,সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ওপেজে লাইক দিন।
বিডি//নিজস্বপ্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কমএর প্রকাশিত,প্রচারিত,কোনো,সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইটআইনেপূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবেনা।
শেয়ার করুন
অন্যান্য সংবাদসমূহ
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST