ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে কর্মরত মলয় কুমার মিত্র নামে এক ট্রাফিক পুলিশকে পিটিয়েছে তরুণ।তবে কি কারণে তাকে পিটানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
সোমবার দুপুর ২টার দিকের এ ঘটনায় আহত ট্রাফিক পুলিশ মলয় কুমার মিত্র ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আহত ট্রাফিক পুলিশের কনস্টেবল মলয় কুমার মিত্র জানান, হামলা করা যুবকের বয়স ১৮-২০বছর হবে।
আঘাত করার পরই পালিয়ে যায়।পিছন দিক থেকে আঘাত করায় তিনি ওই যুবকের চেহারাও ভালোভাবে দেখতে পারেননি।
ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক পুলিশের পরিদর্শক দেবব্রত কর সাংবাদিক দেরকে ওঅনলাইন নিউজপোর্টাল তোকদারনিউজ ডটকম কেএসবকথা জানান,আহত কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।হামলাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।