রংপুরের পীরগাছায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্রী।নিহত ওই কলেজ ছাত্রী উপজেলার কৈকুড়ী ইউনিয়নের বিশিষ্ট ইট ভাটা ব্যবসায়ী হারুন অর রশিদ বাবলুর মেয়ে বলে জানা গেছে।
সোমবার বিকেলে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মামুদ গ্রামের তাহার নিজবাড়ির একটি ঘর থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।সেদেবী চৌধুরানী ডিগ্রী কলেজের শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়,ওই গ্রামের বিশিষ্ট ইট ভাটা ব্যবসায়ী হারুন অর রশিদ বাবলুর মেয়ে (বর্ণিআক্তার)(১৮)আজ সোমবার বিকেলে বাড়ির সকলে অগোচরে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
বিকাল ৫ টার দিকে পরিবারের লোকজন তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে।তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আজিজুল ইসলাম বলেন,আমরা লাশ উদ্ধার করেছি।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল করেছেন এসআই ফজলে রাব্বী,তিনি জানান,বিষয়টি যতটুকু দেখলাম তাতে এটা আত্মহত্যা।
এছাড়া পরিবারের কারো কোন ওজর আপত্তি না থাকায় পোস্ট মডেম ছাড়াই লাশ দাফনের নির্দেশ দেয়া হয়েছে।