1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে,কিন্তু দেশে বেকার যুবকদের কর্মসংস্থান নেই।

  • প্রকাশ কাল সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৭৯ বার পড়েছে

অনলাইনডেস্ক:-নিউজপোর্টালতোকদারনিউজ.কম,এর:নিউজইডিটরওপ্রতিষ্ঠাতা:

মোঃ মোশারফ হোসেন তোকদার লিমন,রংপুর বিভাগঃ-



জাতীয়পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন,অকারণেই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে।পাঁচ টাকা কেজিতে যে সবজি বিক্রি করছে কৃষক,তা মধ্যস্বত্বভোগী আর চাঁদাবাজদের কবলে পড়ে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে।ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে,চাঁদা তুলতে বাজারে অফিস খুলে বসেছে চাঁদাবাজরা।দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে মানুষ।

দেখার যেন কেউ নেই।তিনি বলেন, বিদেশে কোন পণ্যের দাম এক টাকা বেড়ে গেলে, আমাদের দেশে একশো টাকা পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়।যারা তদারকি করবে তারাও দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার কারণে সুরাহা নেই।দলীয়করণ করা হয়েছে সকল সেক্টরে, ফুটপাতও ইজারা দেয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতি আয়োজিত জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন,দেশে বিশাল বিশাল মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে,কিন্তু দেশের বেকার যুবকদের কর্মসংস্থান নেই।

তিনি বলেন,আগামী দিনে সকল মেগা প্রকল্পে দেশীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।প্রায় সাড়ে ৪ কোটি বেকারের কর্মসংস্থানের জন্য বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন,দেশে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই।যুবকদের কর্মসংস্থান নিয়ে কারও ভাবনা আছে বলেও মনে হয় না।দেশে কাজ না পেয়ে যুবকরা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশের পথে ছুটছে।অবৈধভাবে ডিঙি নৌকা নিয়ে সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু হচ্ছে যুবকদের। আবার মরু পথে ও জঙ্গল দিয়ে বিদেশে যেতেও জীবন দিচ্ছে যুবকরা।

এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কেউ কোনভাবে বিদেশে যেতে পারলেই, আয়ের বেশিরভাগই দেশে পাঠিয়ে দেয়।এতে আমাদের রেমিট্যান্স সমৃদ্ধ হয়,বড় বড় প্রকল্প হাতে নিতে পারে সরকার।কিন্তু সেই প্রবাসীরা দেশে ফিরে বিমানবন্দরে নেমেই হয়রানির শিকার হয়।দেখার যেন কেউ নেই।আবার ডলারের সাথে টাকার মূল্য কমে গেছে,মানুষের আয় বাড়ছে না।যুব সংহতির আহ্বায়ক এইচ শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহাদ চৌধুরী শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ,এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা জহিরুল আলম রুবেল,যুগ্ম মহাসচিব মোস্তফা বেঙ্গল সেলিম,যুবনেতা এডভোকেট মাইনুদ্দিন মানু,শফিকুল ইসলাম দুলাল,নজরুল ইসলাম,শেখ সরোয়ার হোসেন।উপস্থিত ছিলেন- উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন,যুগ্ম মহাসচিব শামসুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু,সম্পাদকমন্ডলীর সদস্য সাইফুল ইসলাম,হুমায়ুন খান,এমএ রাজ্জাক খান,গোলাম মোস্তফা,যুগ্ম সম্পাদকমন্ডলীর সদস্য তিতাস মোস্তফা, আব্দুস সাত্তার গালিব, মাহমুদ আলম,সমরেশ মন্ডল মানিক,কেন্দ্রীয় নেতা জাকির খান, শফিকুল ইসলাম শফিক,জহিরুল ইসলাম মিন্টু, আবুল কালাম আজাদ টুলু,জিয়াউর রহমান বিপুল,ফারুক শেঠ,ইঞ্জি:এলাহান উদ্দিন,নজরুল ইসলাম,জাফর আহমেদ রাজু,মাহফুজুর রহমান, সাহিন আরা সুলতানা,তরুন পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান,ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন,যুবনেতা গোলাম মোস্তফা আঁঙ্গুর,নজরুল ইসলাম বাবর,শাহীন আলী, আশরাফুল ইসলাম রুমন,আনোয়ার হোসেন অনু।


বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ওপেজে লাইক দিন।
বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST