স্টাফরিপোর্টার:
বিজ্ঞান লেখক গবেষক ডা.আক্কাছ উদ্দিন (আল মেহেদী) রচিত মাহকর্ষের আদি উৎস ও গ্রহ নক্ষত্রের ঘূর্ণন বই এর প্রকাশনা উৎসব শনিবার বিকাল ৩টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি বহুমা বহুমাত্রিক লেখক বীর মুক্তিযোদ্ধা কবি আইয়ুব বিন হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি লেখক ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৎস বিজ্ঞানী ড. এস এম ফরিদ,গুরুদয়াল সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ লিয়াকত আলী মিঞা,প্রবীণ সাংবাদিক ও লেখক-গবেষক মু. আ. লতিফ। আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক রাষ্টপতি পদক প্রাপ্ত লোকজ সংগীত শিল্পী সৈয়দ নূরুল আউয়াল তারা মিঞা, কিশোরগঞ্জ জেলা সরণি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রাবেয়া আক্তার ও সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক কবি ও কলামিস্ট সাদেক আহমেদ প্রমুখ।