কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এসআই/ খলিলুর রহমান খান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি: ইটনা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে চেকপোস্ট ডিউটি পরিচালনা করাকালে ইটনা থানাধীন পূর্বগ্রাম ওয়ারলেসপাড়া সাকিনে পাকা রাস্তার উপর থেকে আসামি ১। জাবেদ আলী (৩২), পিতা- মৃত সমুজ আলী, মাতা- মৃত রংফুল, সাং- ইজ্জতপুর, ২। নূর ইসলাম @ বাইট্টা (৩৭), পিতা- মৃত আঃ রাজ্জাক, মাতা- জোহর চাঁন বেগম, সাং- বাদে অলুয়া, উভয়থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জদের আটক করে এবং তাদের হেফাজত হতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করে বেলা ১৩.৩৫ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় ইটনা থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।