1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

  • প্রকাশ কাল শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৩০৩ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও নবগঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা শাখার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে এ সম্মাননা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জজ কোর্টের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দীন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জিল্লুর রহমান। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ইয়াছির মিয়া,কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সম্মনয়কারী এনায়েত করীম অমি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব শফিকুল ইসলাম বাবু, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহ আলম পাঠান, আমিনুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া।

উল্লেখ্য, আব্দুর রউফ বিপ্লবকে সভাপতি, মো. জামিল আনসারীকে সাধারণ সম্পাদক ও একেএম রেজাউল হক পলিন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST