সোহেল রানা রাজশাহী
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে ১টি সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ই জানুয়ারি) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আ.লীগের সভাপতি অমূল্য বর্মন প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন, রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কয়েশ আমিন, রসুলপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুল হক ও রসুলপুর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক রুবেল , সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।
জানা গেছে, এলজিইডি’র বাস্তবায়নে রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পানিহারা ঈদগাহ মোড় থেকে গাহইল তিনমাথা মোড় পর্যন্ত ১ কিলো মিটার রাস্তা পাকা করা হবে।
এ বিষয়ে রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান মোতালেব হোসেন (বাবর) মুঠো ফোনে বলেন, রসুলপুর ইউনিয়নে আনাচে-কানাচে অনেক রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, আস্তে আস্তে সবগুলো কাজ করা হবে। আমি এই রাস্তাটি এলজিডি অর্থায়নে নির্মাণ কাজ শুরু করেছে। আজ এখানে ১ কিলো মিটার কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে। এ ইউনিয়নে আমি চেয়ারম্যান থাকাবস্থায় কোনো রাস্তা পাঁকা ছাড়া থাকবে না।
তিনি আরও বলেন, রসুলপুর ইউনিয়নে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি করে যাব। এছাড়া তিনি ইউনিয়ন থেকে মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলার অঙ্গিকার করেন।