মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
নগরবাসী ও তরুন প্রজন্মকে ক্রীড়ামূখী জাগরনে,ক্রীড়াঙ্গনে উৎসাহিত করার লক্ষ্যে সিএমপি বনাম ব্রাদার্স ইউনিয়ন এর টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। মাঠে এমন খেলাধুলা আয়োজনে বিনোদনের পাশাপাশি কর্মক্ষেত্রে আসে আরো গতিশীল,সৃজনশীল গতি,আত্মবিশ্বাসী ও উদ্যোমী শক্তি।
অদ্য শুক্রবার (৩০ডিসেম্বর)নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার),পিপিএম (বার) মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চসিক মেয়র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি জনাব আ জ ম নাছির উদ্দীন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ,পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ,উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ এমন আয়োজনে বিনোদন প্রিয় ক্রিকেটপ্রেমীসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে নাগরিক ব্যস্ততায় জীবন জিবীকার চাপে উপকৃত ও উৎসাহিত হয়। খেলাধুলা দরকার দরকার সববয়সীদের। যা কিনা মানসিক শক্তি শস্তি সঞ্চয় হয়।কর্মের পাশাপাশি দরকার মাঠে ক্রীড়ামূখী বিনোদন। এতে শরীর চর্চাসহ ব্যায়ামে প্রফুল্লতা দৃঢ় মনবল সৃষ্টি হয়।