ডেস্ক রিপোর্ট
বিকেএসপি কাপ ইন্টারন্যাশনাল ইনভাইটেশনাল এ্যাথলটিক্স প্রতিযোগিতায়
বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে । দু্থদিন ব্যাপী অনুষ্ঠিত এ
প্রতিযোগিতায় বিকেএসপি ১৭ টি স্বর্ণ, ০৯টি রৌপ্য ও ১০ টি তাম্র পদক নিয়ে
চ্যাম্পিয়ন এবং ভারতের কোলকাতা এ্যাথলেটিক্স এসোসিয়েশন দল ০৪ টি স্বর্ণ, ০২টি
রৌপ্য ও ০৫ টি তাম্র পদক পেয়ে প্রতিযোগিতায় রানার আপ হয় । সমাপনী দিনে যুব ও
ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন । এ সময় বিকেএসপির মহাপরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো: ফুয়াদ, পিএসসি প্রধান অতিথির সাথে
ছিলেন । প্রতিযোগিতায় ১০.৮৭ সে. সময় নিয়ে দ্রুততম বালক হন বিকেএসপির কৃতি
এ্যাথলেট মো: সাফিউল্লাহ এবং ১২.৪১ সে. সময় নিয়ে দ্রুততম বালিকা হওয়ার গৌরব
অর্জন করেন একই প্রতিষ্ঠানের আরেক কৃতি এ্যাথলেট সানজিদা আফরিন পরশ মনি ।
প্রতিযোগিতায় বিকেএসপির সাফিউল্লাহ সেরা বালকের এবং স্বপ্না খাতুন সেরা
বালিকার পুরস্কার লাভ করেন। প্রতিযোগিতায় বিকেএসপি, রাজশাহী বিভাগ , রংপুর
বিভাগ, ময়মনসিংহ বিভাগ, নড়াইল জেলা, যশোর জেলা, কিশোরগঞ্জ জেলা দল ছাড়াও
ভারতের কোলকাতা এ্যাথলেটিক্স এসোসিয়েশন ও নেপালের এ্যাথলেটিক্স ফ্যামিলি দলের
সর্বমোট প্রায় ২০০ জন এ্যাথলেট অংশগ্রহণ করেন ।