কুতুববাগ দরবার শরীফে তিন দিনব্যাপী ওরস শুরু হয়েছ আজ বুধবার
নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার কুতুববাগ দরবার শরীফে বাদ যোহর ইসলামি পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে তিন দিনব্যাপী পবিত্র ওরস ও বিশ্বজাকের ইজতেমা।
বুধবার (২৪ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ওরস আগামী শুক্রবার বাদ জুমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
এতে মোনাজাত পরিচালনা করবেন খাজাবাবা কুতুববাগী কেবলাজান হজরত সৈয়দ জাকির শাহ।
দেশ ও দেশের বাইরে থেকে ইতোমধ্যে অসংখ্য আশেকান-জাকেরান, মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ এসে ওরসস্থলে উপস্থিত হয়েছেন।