ফারুকুজ্জামান :
সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলা চলচ্চিত্রে সোনালী যুগের অভিনেতা, সড়কের অকুতোভয় যোদ্ধা, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৯ তম জন্মদিনে নিরাপদ সড়ক চাই,( নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে ৭০ জন এতিমদের মাঝে খাবার বিতরণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ২ টায় শোলাকিয়া বাগে রহমত মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়ায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. জালাল উদ্দিন।
এ সময় নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক কবীর, কার্যকরী সদস্য মোহাম্মদ মুরাদ ভুইঁয়া, শফিকুল আলম সোহাগ,হাবিবুল্লাহ বাহার রানা, অত্র মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক চাই, আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আশু রুগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন শোলাকিয়া বাগে রহমত মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মিজানুর রহমান।
শোলাকিয়া বাগে রহমত মাদ্রাসা ও এতিমখানার ৭০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।