মোঃ আতাহার আলী মৃধা মাসুদ,হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে আধুনিক প্রযুক্তির ফেরোমন ট্রেপ ব্যবহার করে বিষমুক্ত চাল কুমড়া চাষে বাজিমাত করেছেন পৌর এলাকার আদর্শ কৃষক ফারজুল মিয়া। তিনি নিজ উদ্যোগে টিঅ্যান্ডটি ভবনের পাশে পতিত জায়গায় পানির উপর বাঁশ দিয়ে ভাসমান মাচা তৈরি করেন। সেখানে প্রায় ৩৫ টি কুমড়ার গাছ রোপণ করে মাত্র ৫০ দিনের মাথায় চাল কুমড়া উৎপাদন শুরু করেছেন।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে ফারজুল মিয়া জানান, আমার কুমড়ার চাহিদা থাকায় এগুলো নিয়ে বিক্রির জন্য বাজারে যেতে হয় না। এখান থেকেই তিনি প্রতিটি কুমড়া ৫০-৬০ টাকা করে বিক্রি করছেন এবং প্রতিদিন প্রায় দুই হাজার টাকার কুমড়া বিক্রি করছেন। কচি অবস্থায় কুমড়া তুলে ফেলায় ফলনও বেশি হচ্ছে। গাছের গোড়ায় তিনি ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করছেন এবং কোনো রাসায়নিক সার প্রয়োগ করেননি। কচি অবস্থায়ই অনেকে কুমড়া কিনে নিচ্ছেন বড়া তৈরির জন্য, ফলে তিনি দ্রুত লাভবান হচ্ছেন।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম শাহজাহান কবির জানান, ফেরোমন ট্রেপের মাধ্যমে ক্ষতিকর পোকা দমন করা যায়। এতে ৪০ টাকার একটি বয়ামের ভিতরে ২৫ টাকার একটি লিউর ব্যবহার করা হয়, যা স্ত্রী পোকার গন্ধ ছড়িয়ে পুরুষ পোকাকে আকৃষ্ট করে ফাঁদে ফেলে। ফলে পুরুষ পোকার মৃত্যু হয় এবং স্ত্রী পোকা আর ডিম দিতে পারে না। এতে ফল ও সবজিতে মাছি পোকার আক্রমণ রোধ হয় এবং ফসল থাকে বিষমুক্ত ও নিরাপদ। তাছাড়া ফারজুল মিয়ার মতো কৃষকরা যদি এভাবে ফেরোমন ট্রেপ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষে এগিয়ে আসেন, তাহলে দেশের মানুষ স্বাস্থ্যঝুঁকিমুক্ত নিরাপদ খাদ্য পাবে বলেও মন্তব্য করেন।