বায়জিদ হোসাইন রুবেল করিমগঞ্জ থেকেঃ
ঈদের ছুটিকে কেন্দ্র করে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত যুবসমাজ দেহুন্দা’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার যুবসমাজের প্রাণবন্ত অংশগ্রহণ দেখা যায়।
অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা ও এর থেকে সমাজকে মুক্ত রাখতে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। বক্তারা বলেন—“মাদক হচ্ছে সমাজের এক ভয়াবহ ব্যাধি, যা শুধু একজনকে নয়, বরং একটি পরিবার ও গোটা সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এক মাদকাসক্ত ব্যক্তির কারণে পুরো পরিবার অমানিশার অন্ধকারে ডুবে যেতে পারে।”
তাঁরা মাদকের এই ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক এবং অভিভাবকদের ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন—“মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়।”
সভায় বক্তারা পারিবারিক ও নৈতিক শিক্ষার গুরুত্ব, স্কুল-কলেজে সচেতনতা কার্যক্রম জোরদার এবং প্রশাসনের কঠোর নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা এমন সচেতনমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন—“এই ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হলে তরুণ সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে।”