আমিনুর রহমান।
চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় নাহার পার্ক ও রিসোর্ট এ কলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে কেরাত ও গজল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
গত মে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাফেজ মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় ও প্রতিষ্টাতা মাওলানা মুহাম্মদ আকতার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, ইফাতা কর্পোরেশনের এম.ডি মুহাম্মদ সিরাজুল ইসলাম।
উদ্ধোধক ছিলেন, অধ্যক্ষ শাহ মাওলানা মুহাম্মদ মোজহেরুল কাদের ফারুকী।
বিশেষ অতিথি ছিলেন, নাহার পার্কের চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন জনি, সাংবাদিক জাহাংগির আলম চৌ:, মানবাধিকার কমিশন চট্টগ্রামের সি: সহ-সভাপতি মুহাম্মদ আবদুন নুর, মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা এ.কিউ.এম. মুসলেহ উদ্দিন, আশফাক কসমেটিক এন্ড খতনা সেন্টারের পরিচালক ইমাম উদ্দিন আশফাক। পটিয়া উপজেলার ১১টি মাদ্রাসার এতিম শিশু প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। বিজয়ী দেরকে ক্রেষ্ট, উপহার সামগ্রী, নগদ অর্থ ছাড়া ও অংশগ্রহণকারী সকল এতিম শিশুদের কে পবিত্র কুরআন, নগদ অর্থ এবং এতিম শিক্ষার্থীদের সাথে দায়িত্ব পালনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের রাতের খাবার, নাস্তা এবং পার্কে ফ্রি বিনোদনের ব্যবস্থা করা হয়।