নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব ও টাংগাইল জেলার ঐতিহ্যবাহী মধুপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের এক যৌথ মতবিনিমিয় সভা শনিবার (১৯ এপ্রিল) মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় টাংগাইল জেলার সিনিয়র সাংবাদিক ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ জয়নাল আবেদীন সহ মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানবজমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান আলোচনায় অংশ গ্রহন করেন। নান্দাইল প্র্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, চ্যানেল এস টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল, ব্রহ্মপুত্র এক্সপেস পত্রিকার সাংবাদিক মঞ্জুরুল হক, কালের নতুন সংবাদ পত্রিকার প্রতিনিধি আতাউর রহমান বাচ্ছু মত বিনিময় করেন। আলোচনায় নান্দাইল ও মধুপুর এলাকার সমসামফিয়ক সাংবাদিকতা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। নান্দাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ মধুপুর ও ঘাটাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দকে নান্দাইলে আমন্ত্রন জানান। পরে চা-চক্রের আয়োজন করা হয়।