1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ মো. জিয়াউর রহমান’র ওফাতে গভীর শোক প্রকাশ লিবিয়া থেকে ফের ৩১০ জন বাংলাদেশীকে দেশে প্রেরন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে শামীম তালুকদারের সংবাদ সম্মেলন হোসেনপুর প্রেসক্লাব পেলো নতুন কমিটি শেষ কর্ম দিবসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় লিবিয়ার ভুমধ্যসাগরে নৌকাডুবিতে ১৮ জনের মৃত্যুজীবিত উদ্ধার ৬৪ বেলাবোতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লিবিয়া থেকে ফের ১৫৩ জন বাংলাদেশিকে দেশে পেরন কুলিয়ারচরে জাকের পার্টির সমাবেশ তাড়াইলে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

জামালপুরে অপহরণের ৪ মাস পরে কলেজশিক্ষার্থীকে উদ্ধার

  • প্রকাশ কাল বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
জামালপুরে অপহরণের চার মাস পর কলেজশিক্ষার্থীকে উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন।

বুধবার সকালে জেলার সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত কলেজশিক্ষার্থী সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজার পাইলট স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর সকাল ৯টায় সরিষাবাড়ি উপজেলার শিমলা বাজার পাইলট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফিরার পথে কামরাবাদ এলাকা থেকে অপহরণ হয়। পরে এ ঘটনায় চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ওই শিক্ষার্থীর মা শাহনাজ পারভীন বাদী হয়ে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মো. নুর ইসলামের ছেলে মো. মনির হোসেনকে প্রধান করে চারজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে ওই কলেজশিক্ষার্থীকে তিন মাস ঢাকার গাজীপুরে আত্মগোপনে রাখেন। মামলা দায়ের পর অপরাধ তদন্ত বিভাগ জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য এই মামলাটি তদারকি করেন। অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান সনাক্ত করেন। পরে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় তাঁরা সরিষাবাড়ি কামরাবাদ এলাকায় এক আত্মীয়র বাড়িতে আসেন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ ইন্সপেক্টর আবুল হাশেম তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কলেজশিক্ষার্থীকে উদ্ধার করেন।

পরে ওই কলেজশিক্ষার্থীকে তাঁর মায়ের কাছে দেয়া হয়।

এ বিষয়ে জামালপুর জেলা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য বলেন, অপরাধ দমনে সিআইডি সবসময় স্বচেষ্ট। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST