নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট আইনজীবী ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এড.জাহাঙ্গীর আলম মোল্লা।
মঙ্গলবার (১৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে কিশোরগঞ্জের জেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী” আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও পরিচালনা কমিটির সভাপতি পদে মনোনীত করেন এড.জাহাঙ্গীর আলম মোল্লাকে।
তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি। সেই জাতীয় সংসদীয় আসন-৩ (করিমগঞ্জ-তাড়াইল) থেকে তিনি আবারও বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তি হিসেবে এড.জাহাঙ্গীর আলম মোল্লাকে আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করায় সরাসরি সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সর্বমহলের লোকজন। কিশোরগঞ্জে একজন শিক্ষানুরাগী ও সজ্জন মানুষ হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে।
আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এড.জাহাঙ্গীর আলম মোল্লা
বলেন, আমি সর্ব প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে স্কুল সংশ্লিষ্ট এলাকাবাসী ও আজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা এবং সকল অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার মেধা ও শ্রম দিয়ে অত্র বিদ্যালয়টির শিক্ষার সার্বিক মানোন্নয়নে সচেষ্ট থাকবো। এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকল প্রকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি সকলের সার্বিক
সহযোগিতা চাই।
এড.জাহাঙ্গীর আলম মোল্লা সভাপতি মনোনীত হওয়ায় শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ দলমত নির্বিশেষে সর্বমহলের লোকজন।