স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জে তাড়াইলের দিগদাইড় ইউনিয়নের বরুহা ৫ নং ওয়ার্ডে মো: আলাউদ্দিন ভূঁইয়া গেদুর মার্কেটে ২০২২ -২০২৩ অর্থ বছরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জনস্বার্থে সরকারি ইম্প্রভড স্যানিটেশন ল্যাটিন বাস্তবায়ন করা হলেও, বর্তমানে জনস্বার্থের সেই স্যানিটেশন ল্যাটিন আর জনস্বার্থে ব্যবহার করা হচ্ছে না বলে
জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে জানা যায় , ল্যাটিন স্থাপন করার সময় স্বাস্থ্য সম্মত পরিবেশেই স্থাপন করা হয়েছিল। কিন্তু বর্তমানে স্থান দাতা গেদু ভুইয়া জনস্বার্থে দেওয়া সরকারি ল্যাটিন সাধারণ জনগণকে ব্যবহার করার সুযোগ দিচ্ছেন না। তাছাড়া ল্যাটিনের সামনে দেয়াল তোলে ল্যাটিনের প্রবেশের রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং তার মত করেই এককেন্দ্রিক ভাবে দখল করে আছেন। সারাক্ষণই তালা ঝুলানো থাকে সাধাণর জনগণ চাবি চাইলে তালবাহানা করে। শুধু তাই নয় আরো জানা যায়, এই প্রকল্পের আওতায় দুইটি ওয়াশরুম নির্মাণ করা হয়েছিল,এদুটো ওয়াশরুম থেকেই সাধারন জনগণ বঞ্চিত, একটি ল্যাট্রিনের কক্ষ তার পারিবারিক ভাবে ব্যবহার করে থাকেন আর অন্যটি তার পারিবারিক মাল সামানা দিয়ে ভর্তি করে রেখেছেন।যা সম্পূর্ণ বেআইনি।
এ বিষয়ে তাড়াইল উপজেলার জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী আসফিয়ার আহমেদ সাগরের সঙ্গে কথা হলে তিনি জানান ২০২২ – ২০২৩ অর্থবছরে,দিগদাইড় ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাতটি স্যানিটেশন ল্যাটিন দেওয়া হয়েছে এবং সবগুলোই জনস্বার্থের ব্যবহারের জন্য ,আর এগুলো ল্যাট্টিন একক পরিবারে ব্যবহার করার কোন সুযোগ নেই।
এছাড়াও এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হাবিবুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।