স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের তাড়াইলে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দামিহা উদয়ন কলেজের অধ্যক্ষ মো: আমিনুল ইসলামকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
গত সোমবার(২৫ নভেম্বর) তাড়াইলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ্য-অধ্যক্ষ মো: আমিনুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজের শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকবৃন্দ গত ২৭-০৮-২৪তারিখে ক্লাস বর্জন ও বিক্ষোভ প্রকাশ করে। পরবর্তীতে অধ্যক্ষের অপসারণ এর দাবীতে কলেজ ও উপজেলা পরিষদে বিক্ষোভ করে।এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি ছাত্র, শিক্ষক ও জনতার সাথে আলোচনা করলে তারা সকলেই অধ্যক্ষের অপসারণের বিষয়ে জোড় দাবী জানান।এ বিষয়ে গত ২৭-০৮-২৪তারিখে সহকারী কমিশনার(ভূমি) তাড়াইলকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং উক্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন।
সভায় সর্বসম্মতিক্রমে সমাজকর্ম বিভাগের প্রভাষক মমতাজ বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।