স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের পূজা মন্ডপে
দায়িত্বপ্রাপ্ত পিসি, এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর ) সকাল ১০:০০ কাতিয়ারচর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ৩৩৬ জন সদস্যদের ব্রিফিং করা হয়।
ব্রিফিং করেন আনসার ও ভিডিপি’র কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী। ব্রিফিংয়ে সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (সদর) মাসুদ হাসান, উপজেলা প্রশিক্ষক (সদর) মোবারক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্যগণ।
জানা যায় কিশোরগঞ্জ সদর উপজেলায়
৫৬ টি পূজা মন্ডপে ৩৬৬ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। তাদের মধ্যে পিসি ১৫ জন ও এ.পিসি ৮১ জন ও সাধারণ সদস্য: ২৭০ জন।
পূজা মন্ডপে দায়িত্ব পালন করবে আজ ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।
ব্রিফিং কালে জেলা কমান্ড্যান্ট পিসি, এ.পিসি আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে করে বলেন, মন্দিরে সবাইকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোন-ক্রমেই কোন দুষ্কৃতকারী যেন পূজার এ সময়ে মন্দিরে অপ্রীতিকর কিছু করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। মন্দিরে ২৪ ঘন্টাই সতর্ক অবস্থান থাকার নির্দেশ প্রদান করেন।