মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন চাড়ালজানি এলাকায় টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহা সড়কের পাশ দিয়ে ড্রেনের মাটি কাঁটার কাজ চলমান রয়েছে। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহা সড়কের ড্রেন ভেঙে নতুন করে ড্রেন তৈরির কাজ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরনো ড্রেনের ইট, স্লাফ ও রড ট্রাকে করে সড়ক ও জনপথ বিভাগের নিদিষ্ট স্থানে না নিয়ে উক্ত অফিসে কর্মরত কম্পিউটার অপারেটর শফিকুল ইসলামের গ্রামের বাড়ি উত্তর বোয়ালীতে নেওয়া হচ্ছে।
বিষয়টি জানার পর সরেজমিনে তার নিজ বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের বাড়ির উঠানে ৭/৮ ট্রাক ইট, স্লাফ ও রড ফেলা হয়েছে।
শফিকুলের বাবা বিষয়টি নিশ্চিত করে জানান, শুধু গাড়ি ভাড়া দিয়ে আমার ছেলে তার স্যারকে বলে এগুলো এনেছে।
এ বিষয়ে জানতে চেয়ে শফিকুল ইসলামের ভিডিও সাক্ষাৎকার নিতে গেলে সে বাঁধা প্রদান করেন। পরবর্তীতে ভিডিও না করার শর্তে তিনি বলেন, আমার উর্ধতন কর্মকর্তাকে বলে এই ইট গুলো আমি আমার কাজের জন্য বাড়িতে নিয়েছি। সেই কর্মকর্তার নাম জানতে চাইলে সে সটকে পড়ে।
সড়ক ও জনপথের সিও আল ইসলাম বলেন, আমিও বিষয়টি শুনেছি এবং সে আমাকে জানিয়েছে ঠিকাদারের মাধ্যমে ইট গুলো নিয়েছে। সড়ক ও জনপথ বিভাগের একজন উর্ধতন কর্মকর্তার এমন উদাসীন বক্তব্য দোষী ব্যাক্তিকে আরও উৎসাহিত করে তোলে বলে মনে করেন বিশিষ্টজনেরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দুর্নীতিবাজ সরকারের পতন হলেও তার দোসররা এখনও দাপটের সাথে দুর্নীতি করেই চলছে।