আবু হানিফ (পাকুন্দিয়া কিশোরগঞ্জ): পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গায় বালুবাহী ট্রাকের চাপায় সাইকেল আরোহী একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। পলাতক রয়েছে ট্রাক চালক।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে পাটুয়াভাঙ্গা ভিটিপাড়া আলতু শাহ মাজার সংলগ্নে এ ঘটনা ঘটে। নিহত এমাদাদুল হক (৪৫) পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের মৃত আ:আউয়াল মুন্সীর ছেলে।
জানা যায়, সকালে ব্যক্তিগত কাজে বাই- সাইকেল চালিয়ে দরগা বাজারে যাচ্ছিলেন তিনি, প্রতিমধ্যে বালুবাহি একটি ট্রাক তাকে চাপায় এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।
আহুতিয়া তদন্তের কেন্দ্রের ইনচার্জ জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে প্রয়োজনীয় পদক্ষেপের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।