ওয়াসিম কামাল লিবিয়া থেকে :
আগামী ২৮ এপ্রিল (রবিবার) থেকে ব্যাংকে জমা নেওয়া শুরু হচ্ছে…
লিবিয়ার পূর্বাঞ্চল থেকে ৫০ দিনারের একাধিক অবৈধ ভার্সন বাজারে ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় ত্রিপোলিস্থ কেন্দ্রীয়_ব্যাংক ৫০ দিনারের দুটি বৈধ সংস্করণ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে, এটি ইতিমধ্যেই সকলে অবহিত হয়েছেন।
২৮ এপ্রিল (রবিবার) থেকে সকল বানিজ্যিক ব্যাংকে জমা নেওয়া শুরু হবে। এরজন্যে একটি আবেদন পত্র পূরণ করতে হবে। যাদের ব্যাংক একাউন্ট নেই তারাও ব্যাংকে বিশেষ হিসাব খুলে ৫০ দিনারের নোট জমা দিয়ে পরিবর্তন করে নিতে পারবেন।
উল্লেখ্য যে আগষ্ট মাসের পরে আর জমা নেওয়া হবেনা। তখন ৫০ দিনারের বৈধ সংস্করণগুলোও অচল হয়ে যাবে। লিবিয়া বর্তমান সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পরেছের লিবিয়ায় অস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা, কারন অনেক বাংলাদেশির কাছেই ৫০ দিনারের নোট জমাকৃত আছে আর সেই ৫০ দিনারের নোট গুলো আজনবিদের কাছ থেকে কোন দোকানদাররা নিচ্ছেনা এমনকি দেশে টাকা পাঠাতে গিয়ে পোয়াতে হচ্ছে অনেক জামেলা,
জানা গিয়েছে কেন্দ্রীয় ব্যাংক প্রস্তুতি স্বরূপ ৫ বিলিয়ন দিনার সমপরিমাণ অর্থের ১০ দিনারের নোট প্রিন্ট করিয়েছে যেটি ব্রিটেন থেকে রবিবারে এসে পৌঁছাবে।
যেই দুটি বৈধ সংস্করণ ব্যাংকে জমা দেওয়া যাবে কিংবা কর্তৃপক্ষ জমা নিবে সেগুলোর ছবি এবং অবৈধ দুটি ভার্সনের ছবি এখানে সংযুক্ত করা হলো।