মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আজ সোমবার।
ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু, উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ ইমরান হাসান, ময়মনসিংহ জেলা শ্রমিক লীগ নেতা মোঃ আফতাব উদ্দিন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ আব্দুস ছবুর, মোঃ আমিনুল ইসলাম , মাওলানা আজহারুল ইসলাম, ডাঃ মোঃ আবু সাঈদ।
ভাইস চেয়ারম্যান( মহিলা) পদে মোছাঃ রোকেয়া পারভীন লাকী, মোছাঃ পান্না আক্তার মনোনয়ন পত্র দাখিল করেছেন।