নিজস্ব সংবাদদাতা:
ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে, এ সময় তাদের কাছ থেকে একশতটি নেশাজাতীয় ইনজেকশন, আধাকেজি গাঁজা, ২৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে, এর অংশ হিসেবে শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জের নয়াশিমুল এলাকা থেকে ১০০ টি নেশাজাতীয় ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী সাহেব নগর গ্রামের মোঃ শামীম মিয়াকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃত শামীম দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানায়, এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ফুলপুরের শিমুলিয়া থেকে আধাকেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী বেলটিয়া বালিয়া গ্রামের মোঃ রতন মিয়াকে গ্রেফতার করা হয়, অপরদিকে এসআই আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে বিভাগীয় নগরীর কেওয়াটখালী কাচা বাজার থেকে শনিবার সকালে ২৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাব্বির রানা তুহিন ও ফরিদুল ইসলাম হীরাকে গ্রেফতার করে, গ্রেফতারকৃত মাদক বসবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে, এ সব ঘটনায় পৃথক মামলা হয়েছে, শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।