–ইউসুফ ইকবাল জুয়েল
তোমাকে পাওয়ার জন্যে,,,
হে আমার প্রেম, হে আমার স্বাধীনতা।
ভীতিহীন উন্মাদনা,
নিদ্রাহীন অস্হিরতা
অস্তিত্ব ?
প্রবল সংকটে নিমজ্জিত ,
হাতের মুঠোতে নিয়েছি আমার প্রাণ,
মৃত্যু কে করেছি নিত্য সঙ্গি।
হায়েনার বিষাক্ত বিষ দাত,
মানচিত্রে শকুনের ভয়াল থাবা!
অত্যাচারের স্ট্রীম রোলার।
ধর্ষিতা বোনের করুন আর্তনাদ।
পিতাহীন লজ্জার ফসল,
জারজ সন্তানের তকমা।
কি এক অসহ্য যন্ত্রণা আমার!!
সকল অত্যাচার স্তব্ধ করতে
মহানায়কের অমর বাণী —
“এবারের সংগ্রাম,মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
সুূদীর্ঘ নয় মাস,
রক্তক্ষয়ী সংগ্রামে শত্রুমুক্ত স্বদেশ,
মূল উৎপাটন হলো বিষবৃক্ষের।
সেই থেকে স্হায়ী হলো আমার প্রেম,
মুক্ত হলো আমার স্বাধীনতা।।