1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

ফুলওয়ালী

  • প্রকাশ কাল সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়েছে


সায়েমা জামান (রাবিয়া)

ঐ যে দুরে হাঁকছে কে ?
ময়লা জামা খালি পায়ে হাঁটছে কে?
সৌন্দর্য তার মাথার উপর
বেতের ঝুড়ির মুকুট যেন পড়েছে।

একটু সামনে এগিয়ে দেখি ,ওমা!
এ যে মুকুট নয় , ফুলের ডালি
বুঝলাম তখন কে সে!
ফুলওয়ালী গো , সে ফুলওয়ালী।

ঝুড়ি যে তার নানা ফুলে ভরা
গোলাপ, জবা , জুঁই, টগরে ঘেরা,
চোখ জুড়ানো দৃশ্য যেনো,
তাজা তাজা ফুলগুলো সৌন্দর্যে মোড়া।

একটু থেমে ফুলওয়ালী, ডাকছে আবার
ফুল নেবে গো ফুল…..
ভাবলাম তখন সৎ পরিশ্রমে
থাকে না কোনো ভুল।

ডেকে তাকে একটু কাছে
জিজ্ঞাসিলাম নাম,
উত্তর তার গভীর ছিলো
খুব দেরিতে বুঝলাম।

নাম জেনে কি হবে সাব
আমি ফুলওয়ালী,
আপনি উঁচু জাতের মানুষ
ছাড়েন কথা হেয়ালী।
ফুল যদি নেন তবে , বলেন
কোন ফুল দেবো ,
বাহারী এই ফুল ঝুড়ি নিয়ে
নানান জায়গা যাবো।

চলল আবার ফুলওয়ালী
মাথায় নিয়ে ফুলের ডালি।
থমকে গিয়ে বললাম আমি,
উঁচু-নিচু জাত কি হয় কখনো ভেদজালি?

   উত্তরে ফুলওয়ালী,

জাত -পাত , ধনী -গরিব
বড় ভেদ নয়
আমরা হলাম মানুষ জাতি
সব কিছুতেই তফাৎ খুঁজে যায়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST