1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
বাজিতপুরে সংবাদ সম্মেলনে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ কিশোরগঞ্জে জোরপৃর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাওর টাইমস”র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠিত বিড়ি না দেওয়ায় নৈশ প্রহরীকে হত্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদ ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ১ হাজার লিটার মদ উদ্ধার; গ্রেফতার-১৫ চোরচক্র ছিনতাইকারী সিন্ডিকেটের ফাঁদে অটোরিক্স নেত্রকোনায় গণঅভ্যুত্থানে শহীদদের উত্তরাধিকারের মধ্যে সঞ্চয়পত্রের চেক বিতরণ কিশোরগঞ্জে গাইটালে সামান্য বৃষ্টিতে রাস্তা তলিয়ে : জনদুর্ভোগ চরমে সীমান্তে আবারো বিএসএফের পুশইন, তৃতীয় লিঙ্গসহ ২১ জন আটক

ভৈরবে পৌনে ৪ মন গাঁজা, ফেনসিডিল ও বিদেশী মদ উদ্ধার ॥ ৩ নারীসহ ৬ জন আটক

  • প্রকাশ কাল শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ বার পড়েছে

জয়নাল আবেদীন রিটন

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাবে’র পুথক অভিযান চালিয়ে ১৩৫ কেজি গাঁজা, ৬৮ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে। অভিযানে ৩ নারীসহ ৬ মাদক কারবারীকে অটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। আজ সকালে শহরের কমলপুর পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা ও তাঁতারকান্দি গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত মাদক উদ্ধারসহ ৬ মাদক কারবারীকে আটক করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত হওয়ায় একটি সিএনজি চালিত অটো রিক্সাও জব্দ করেন বলে প্রেস ব্রিফিংয়ে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ফাহিম ফয়সাল সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলো, পৌর শহরের পঞ্চবটি গ্রামের অহিদ মিয়ার ছেলে মোজাম্মেল হক (২২) একই এলাকার বাবু মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২) ও কমলপুর আমলাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সজল আলী (২৪), তাঁতারকান্দি গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী হনুফা বেগম (৬০), পায়েল মিয়ার স্ত্রী তামান্না (২৫) ও মৃত জসিম উদ্দিনের মেয়ে শারমিন (১৯)। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় পৃথক ২ টি মামলা দায়ের করে আসামীদের থানায় হস্তান্তর করেন।

র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ফাহিম ফয়সাল সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ টার সময় ভৈরব কমলপুর পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে একটি সিএনজি আটক করে তল্লাশি চালিয়ে তাতে অভিনব কৌশলে রক্ষিত ৩৫ কেজি উদ্ধার সহ সিএনজির ৩ আরোহীকে মাদক পাচারের অভিযোগে আটক করা হয়। সকাল ১১ টায় তাঁতারকান্দি এলাকায় পায়েল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১ শত কেজি গাঁজা, ৬৮ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক মজুদ করার অভিযোগে ৩ নারীকে আটক করে র‌্যাব। র‌্যাবে’র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পায়েল মিয়া পালিয়ে যায়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST