প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে কিশোরগঞ্জ জেলার শীর্ষ সন্ত্রাসী তাকবীর উদ্দিন রকিব ও তার সহযোগী বিপুল পরিমান দেশীয় মারাত্নক অস্ত্র সহ আটক।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, এলাকায় আধিপত্য বিস্তার ও ধর্তব্য অপরাধ করিবার উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলার শীর্ষ সন্ত্রাসী একাধিক অস্ত্র, নাশকতা ও সন্ত্রাস বিরোধী মামলার এজাহার নামীয় পলাতক আসামী তাকবীর উদ্দিন রকিব(৩১) কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন হারুয়া ক্লাসিক গল্লি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বেআইনীভাবে দেশীয় মারাত্নক অস্ত্র শস্ত্র মজুত করে রেখে হোসেনপুর থানাধীন নান্দানিয়া এলাকায় পালিয়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে অদ্য ২৪/০১/২০২৪খ্রি. রাত ৩:১০ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন নান্দানিয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া কিশোরগঞ্জ জেলার শীর্ষ সন্ত্রাসী তাকবীর উদ্দিন রকিব(৩১), পিতা-মৃত আবু তাহের@মাইক তাহের, সাং-হারুয়া(মানিক ফকিরের গলি), থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে। অতঃপর তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার দেওয়া তথ্য মতে তাকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কিশোরগঞ্জ পৌরসভার ০৫নং ওয়ার্ডের হারুয়া ক্লাসিক গলিস্থ আসামী তাজবীর রায়হান বিপ্লব(২৪) এর বাড়িতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে অদ্য ভোর ৫:০০ ঘটিকায় দেশীয় তৈরী ১। ০৮(আট)টি ধারালো রামদা, ২। ০১(এক)টি চাপাতি, ৩। চাইনিজ কুড়াল-০২টি ও ০১টি লোহার চেইন উদ্ধার সহ অপর আসামী তাজবির রায়হান বিপ্লব(২৪), পিতা-মোঃ ইলিয়াস মিয়া, সাং-ক্লাসিক গল্লি, হারুয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় অকপটে স্বীকার করে যে, তারা এলাকায় আধিপত্য বিস্তার ও ধর্তব্য অপরাধ করিবার উদ্দেশ্যে উদ্ধারকৃত মারাত্নক দেশীয় অস্ত্র দীর্ঘদিন যাবৎ বেআইনীভাবে তাহাদের হেফাজতে রাখিয়া আসিতেছিল। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।