ভৈরব প্রতিনিধি ॥
সিলেটের জৈয়ান্তপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের উপর হামলা ও সরকারি সম্পত্তি ভাংচুরের ঘটনার প্রতিবাদে ডাত্তার নার্স ও কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়। আজ দুপুর ১২টায় সারা দেশের ন্যায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্নরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই সময় তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আত্ততায় আনার দাবী জানান। এছাড়াও চিকিৎসকদের নিরাপত্তাদানে আনসার নিয়োগের দাবী জানান। এ দাবী বাস্তবায়িত না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুসিয়ারী দেন।
ভৈরব , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বুলবুল আহম্মেদ উল্লেখ্য, গত ১৯ শে জানুয়ারি রাতে সিলেটের জৈন্তাপুর একটি সড়ক দুর্ঘটনায় চারজন আহত রোগী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে নিহতের লোকজন হাসপাতাল ভাংচুর, অগ্নিসংযোগসহ কর্তব্যরত চিকিৎসকদের মারধর করেন। এই ঘটনায় সারা দেশের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীগণ এই কর্মসূচি ঘোষনা করেন।