মোঃ সোহেল মিয়া, স্টাফ রিপোর্টার হোসেনপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জলসিড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী।
রবিবার বিকালে পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকালে নান্দাইল থেকে জলসিড়ি পরিবহনের যাত্রীবাহী এ বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি বিকাল সাড়ে ৪ টার দিকে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের চালকসহ প্রায় ২৫ যাত্রী সহ জন যাত্রী আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর-পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই হোসেনপুর ও নান্দাইল উপজেলার বাসিন্দা।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ নেন পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে জানতে পারি বাসটি অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।