মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
কিশোরগঞ্জের করিমগঞ্জে জেলা তাঁতীলীগের নির্দেশক্রমে গুনধর ইউনিয়ন তাঁতীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি(শনিবার)বিকাল ৫ টায় উরদিঘী (মরিচখালী) বাজারে গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন খানের সভাপতিত্বে ও উপজেলা তাঁতীলীগের সদস্য মোঃ হাবিবুর রহমানের সঞ্চলনায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের দপ্তর সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা তাঁতীলীগের প্রধান সমন্বয়ক হাজী আব্দুর রউফ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন গুনধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল।এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক আব্দুল কদ্দুস,সদস্য সচিব ওয়াসিম আকরাম,সদস্য শামীম সরকার,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুরকান,ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।