মাসুমা আক্তার :
কিশোরগঞ্জে অবৈধ অটোরিকশা আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে পুলিশ অভিযান চলছে।
সরজমিন পৌর এলাকা ঘুরে দেখা যায়,বটতলা,পুরানথানা,কালীবাড়ি মোর এলাকায় পৌরসভার অনুমোদনবিহীন ( লাইসেন্স বিহীন) বহিরাগত অটোরিকশা আটক করে জরিমানা করে পুলিশ লাইনে আটক করে রাখা হচ্ছে।
সেই সাথে ২৪ ঘন্টার মতো আটক রেখে শহরে না আসার শর্তে জরিমানা আদায় করা হচ্ছে ।
কিশোরগঞ্জ শহর যানজট নিরসনের দায়িত্বে থাকা ও অটোরিকশা আটক অভিযানে কর্মরত এ টি এইচ আই, রফিকুল ইসলাম খান বলেন, পুলিশ সুপার সারের নিদর্শে ও ট্রাফিক বিভাগের কর্মকর্তা শাহজাহান সারের সহযোগিতা আমরা কিশোরগঞ্জে শহর যানজট মুক্ত করার লক্ষ্যে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তিনি জানান আটককৃত গাড়ি গুলোর মধ্যে দেখা যায়, একই নাম্বারের ২/৩ টি গাড়ি চলাচল করছে। সেই সাথে গাড়ির লাইসেন্স হারিয়ে গেছে এমন ঘটনায় থানায় জিডি করে এক নাম্বার ২ গাড়িতে ব্যবহার করে শহরে আসে এমনকি হলুদ রং লাগিয়ে লাইসেন্স বিহীন অবস্থা চলাচল করে এমন শতাধিক গাড়ি চিন্হিত করতে সক্ষম হয়েছি।
দৈনিক বিভিন্ন পয়েন্ট ১৫/২০ করে অবৈধ অটোরিকশা, মিশুক, এমনকি মোটরসাইকেলসহ সকল ধরনের ইঞ্জিন চালিত বাইক এ-র উপর অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের বিষয়ে কিশোরগঞ্জ ট্রাফিক বিভাগের টিআই শাহজাহান বলেন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সারের দিকনির্দেশনায় আমরা পুলিশ বিভাগের সকলেই চেষ্টা করছি শহরের যানজট মুক্ত ও শান্তি শৃঙ্খলা রক্ষা বজায় রাখার। ইতিমধ্যে বিভিন্ন অভিযানে আমরা সফল হয়েছি।
শহর যানজট মুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।