আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতির সময় একটি পিকাপ ভ্যান ও দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ডিসেম্বর)রাতে অভিযান চালিয়ে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার প্রশিকা মোড় থেকে তাদের আটক করা হয়। ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, তারা আন্ত জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো। ডাকাতির প্রস্তুতির সময় মকবুল হোসেন, দিপক ও রাজন নামে ৩জনকে আটক করতে পারলেও দৌড়ে পালিয়ে যায় আরও ৭ জন। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি নীল রঙের পিকাপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।