ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের বাজিতপুর থানা পুলিশ কর্তৃক ২০১০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৯-১০-২০২৩ খ্রি. ১৮.৩০ ঘটিকায় সময় বাজিতপুর থানাধীন সরারচর রেলগেইট এর দক্ষিণ পার্শ্বে সরারচর টু ভাগলপুর গামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে আসামী সুকুমার লাল চৌহান (৪৮), পিতা- মৃত মহন লাল চৌহান, মাতা- মৃত আরতী রানী, সাং- রাধানগর বণিকপাড়া, ০৫নং ওয়ার্ড পৌরসভা, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়ীয়াকে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে সর্বমোট ২০১০ (দুই হাজার দশ ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০৯/১০/২০২৩ খ্রি. ১৮.৪৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (খ) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ধৃত আসামীকে অদ্য ১০-১০-২০২৩ খ্রি. বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।